সোমবার ২৫ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ৩০ এপ্রিল ২০২৪ ১৬ : ২৪Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: এনসিপি নেতা শরদ পাওয়ারকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, যখন শরদ পাওয়ার কৃষিমন্ত্রী ছিলেন তখন তিনি কৃষকদের জন্য কিছুই করেননি। মহারাষ্ট্রের একটি জনসভায় মোদি বলেন, যখন মহারাষ্ট্রের একজন বড় নেতা কেন্দ্রীয় কৃষিমন্ত্রী ছিলেন তখন তিনি কৃষকদের জন্য কিছুই করে উঠতে পারেননি। তিনি কারও জন্য কিছুই করে উঠতে পারেননি। তবে তিনি অন্যদের কাজ নষ্ট করতে পারদর্শী ছিলেন। এটা তাঁরই খেলা ছিল যার ফলে প্রচুর মুখ্যমন্ত্রীরা নিজেদের মেয়াদ সম্পূর্ণ করতে পারতেন না। প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস এবং বিরোধীদের ভোট না দিয়ে যেন ভোট নষ্ট না হয়। লোকসভায় যারা কম আসন পাবে তাঁদের ভোট দিয়ে কোনও লাভ নেই বলে এদিন জানান প্রধানমন্ত্রী। কংগ্রেসের ৬০ বছরের শাসনকালের সঙ্গে বিজেপির ১০ বছরের শাসনকালের তুলনা টেনে মোদি বলেন, ভোটের সময় কংগ্রেস যা কথা দেয় তা পূরণ তাঁরা কখনই করেনি।